ঘুমের ঘোরে হঠাৎ দেখছি
সামনে দাঁড়িয়ে পিতা
বলছেন "কেনো বিবর্ণ এতো
এদেশের স্বাধীনতা?


এদেশটা কেনো জিম্মি হলো
লোভী অসাধুর হাতে
মানবতা কেনো জীর্ণ বসনে
ধুঁকছে দিনে রাতে?


ক্ষমতার কাছে ধর্ষিত কেনো
অসহায় মানবতা
চেয়েছিলাম কি আমরা তবে
এই রূপ স্বাধীনতা!


দুর্নীতি করে গড়ছে প্রাসাদ
ঘুষ খায় দুই হাতে
অসহায় ওই শিশুরা কেনো
ঘুমায় আজো ফুটপাতে!


কোথা আজ সব মুক্তিযোদ্ধা
যারা বাজি রেখে প্রাণ
ঢেলে দিয়েছিল বুকের রক্ত
রাখিতে জাতীর মান?"


জেগে ওঠো হে বীর জনতা
শোনো মা'র চিৎকার
রুখতেই হবে কালোবাজারি
জাগো আরেকটি বার।


পৌঁছে দিতে হবে ঘরে ঘরে
স্বাধীনতার সুফল
কালোবাজারি ও দুর্নীতিবাজ
করতে হবে বিকল।
*****


রচনা কালঃ ১৭ মার্চ ২০২৪