হে মাওলা আমি ক্ষুদ্র অতি তুমি মালিক সাঈ
এই জগতে তুমি ছাড়া মোর আপন কেহ নাই।
তোমার প্রতাপ দুই জাহানেই নিত্য বিরাজমান
তুমি মালিক ওগো দয়ার সাগর সর্ব শক্তিমান।


তুমিই ঈশ্বর, অবি-নশ্বর নাইকো তোমার ক্ষয়
তুমি হাকিম, তুমিই গাফুর তুমি যে করুণাময়।
সবার উপরে মহিমা তোমার তাহার পরে নাই
আমি পাপিষ্ঠ দুরাচারি অতি তব করুণা চাই।


তোমারি দ্বারে লুটিয়ে প্রভু করছি মোনাজাত
ক্ষম হে মম অপরাধ প্রভু দাও মোরে নাজাত।
তুমি তো ক্ষমার মূর্ত প্রতীক আমি যে অপরাধী
দুয়ারে তোমার এই অসহায় কাঁদছি নিরবধি।


হাশরের মাঠে শেষ বিচারে তুমিই বিচারপতি
সকরুণ ওগো তোমারই কাছে জানাই মিনতী।
ক্ষমা কর তুমি এ পাপীরে ওগো প্রভু দয়াময়
তুমি বিনা এই অপরাধীর কোথা আর আশ্রয়।


চাইগো ক্ষমা আশিস তব শবে কদরের রাতে
অঞ্জলি মোর ভরে দাও প্রভু তোমার রহমতে।
প্রভু তোমার সকল নামের দোহাই সেজদাতে
এ মহা গোরে আশ্রয় দাও চাই এই রজনীতে।
*****


রচনাকাল: ১৮ই এপ্রিল ২০২৩