আমি বাপু
কবিতা লিখতে জানিনা
কেমনে সবাই ছন্দ মিলায়
কথায় ফুলের গন্ধ বিলায়
কেমন লেখা খাবেই গিলে
কবিতা প্রেমী সবাই মিলে
বলবে আহা কি চমৎকার
দেখ সবাই লেখার বাহার
শিখছি আমি সবার কাছে
যেথায় যেমনি ছন্দ আছে
সকলের-ই ছাত্র আমি
এতো গুণী মানি না
আমি বাপু
কবিতা লিখতে জানিনা


পাঠশালাতে ছিলোনা মন
করেছি মনে যা চায় যখন
সাঁতার কাটা পুকুর ঝিলে
মৎস্য শিকার খালে বিলে
কাদা ও গাদায় লুটোপুটি
ফড়িং এর পিছে ছুটাছুটি
দারিয়াবান্ধা গুল্লার ছোট্
মাঠে গিয়ে লাগতো চোট্
বিশ্বাস কর সত্যি বলছি
এসব মিথ্যে বাণী না
আমি বাপু
কবিতা লিখতে জানিনা


উড়িয়ে ঘুরি লাটাই হাতে
উড়িয়েছি মন তারি সাথে
একত্রে সব খেলার সাথী
খেলতাম কত চড়ুইভাতি
এসব করে কাটতো দিন
এখনও তা সব অমলিন
কি করেছি কি করি নাই
অনেক কিছু মনেও নাই
ছন্দ কুড়াই সবার কাছে
আমি এত জ্ঞানী না
আমি বাপু
কবিতা লিখতে জানিনা
******


রচনা কালঃ ২৯ জানুয়ারি ২০২৪