বয়সটা দেখছি ভীষণ পাজি স্বতই যাচ্ছে বেড়ে
জীবনের যত সজিবতা সবই নিত্য নিচ্ছে কেড়ে।


জীবন এখন আগের মতো চড়ুইভাতিতে মাতে না
ভর দুপুরে ফুটবল নিয়ে মাঠে-ঘাটে দিন কাটে না।
পুকুর ডোবার শান্ত জল সাঁতরিয়ে ঘোলা করে না
রঙিন প্রজাপতির মতন উড়ে ফুলে ফুলে ঘুরে না।
গোল্লার চোট, বৌচির মাঠে ভোঁ-ভোঁ সুর তুলে না
রাত্তিরে মিটি মিটি জ্বলা জোনাকির পিছু ছুটে না।


জীবন এখন থমকে গেছে ইনস্যুলিনের খোঁচাতে
উঠতে বসতে কোমরে হাঁটুতে অসহনীয় ব্যথাতে।
জীবন এখন জর্জরিত জীবন বোধেরই আঘাতে
অতি নির্মম বাস্তবতা থামছে না কোনো বাঁধাতে।
নিদারুণ চাবি মেরে তিনি ছেড়েছেন এই রণেতে
যখন যেমন চলছে জীবন ঘুরছে আপন গতিতে।


যাচ্ছে না তারে থামানো সে বাঁধা কারো মানছেনা
এমনি করেই হয়তোবা খুঁজে পাবো শেষ ঠিকানা।
*****


রচনা কাল: ১৪ জানুয়ারি ২০২৩