ধেয়ে আসছে মোখা
যাচ্ছে না তারে রুখা
ওরে অবুঝ ও বোকা
নিরাপদে সবে লুকা।


নে আশ্রয় বিধাতার
তিনি বলবান অপার
আর রহমান নাম তাঁর
তিনি রক্ষক সবাকার।


দেখ আশ্রয়ন প্রকল্প
রূপকথা নয়, নয় গল্প
যা সেথা শোনে জল্প
লোকসান হবে অল্প।


কিছু গুছিয়ে রাখ এমন
যা বাঁচাবে তোর জীবন
আসিলে সে কঠিন ক্ষণ
ফলাফল পাবিই তখন।


ওগো প্রভু করুনাময়
মোরা দুর্বল অতিশয়
চাই তোমারই আশ্রয়
দয়া করো হে দয়াময়।
****


রচনা কালঃ ১৪ মে ২০২৩