মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায়
রোজ দেখি তোমার আনাগোনা
দানবীর সজ্জন আরো কত বিশেষণ
তোমার নাম লোকোমুখে সোনা।


দূর হতে দেখিলেই তোমার যে ভাইটি
দৌড়ে এসে প্রণাম করে রোজ
অভাবের সংসার চলছে কেমন তার
নিয়েছো কি কখনো এর খোঁজ?


অভাবের তাড়নাতে অর্থাহারে থাকে
চাইতে পারে না তো সংকোচে
তুমি রোজ ভুরিভোজ করো সানন্দে
গোস্ত পোলাও আর ভাত মাছে।


সমাজে অনেক লোক এমনও আছে
অভাবটা ঢেকে রাখে কৌশলে
তাদের পাশে যদি আমরাও দাঁড়াতাম
পালা তো দুঃখ ব্যাথা দলবলে।


প্রকাশ্যে গোপনে যেভাবেই করো দান
বিধাতা দেখেন তোমার অন্তর
মানবিক ভালোবাসা পুষলে হৃদয়পুরে
বিধাতা তোমাতে বাঁধিবেন ঘর।
*****


রচনা কালঃ ২৮ মার্চ ২০২৪