হারিয়েছি সাত রং আমার
দেখলি না তো কেউ
বুকের ভেতর বইছে এখন
সাত যমুনার ঢেউ
রঙের মেলায় দেখি তোরা
সাজিস কত সং
বিবর্ণ এই প্রাণ টা আমার
খুঁজে বেড়ায় রং
একদা এই মেলাতে আমি
খেলেছি কত খেলা
সেই দিনগুলো খুঁজে এখন
কাটে আমার বেলা
তোরা তো বেশ রঙ্গ করিস
সবুজ মাঠে ঘাটে
আমি বসেই স্মৃতি কুঁড়াই
জীবন পাতার পাঠে
*****


রচনা কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪