কতো নামে ডাকে তোমায় মন
ওগো প্রভু নিরঞ্জন
কতো নামে ডাকে তোমায় মন।
জীবনে নাই ভাবনা সাথে থাকিবে যখন
আমার প্রভু নিরঞ্জন ওগো প্রভু নিরঞ্জন
কতো নামে ডাকে তোমায় মন।


তুমি শূন্য থেকে এই দুনিয়া সৃষ্টি করিলে
তোমারে ডাকিতে জ্বীন আর ইনসান গড়িলে
তাদের তরে বাকি মাখলুক করিলে সৃজন
আমার প্রভু নিরঞ্জন।


তুমি নবী রাসূল পাঠাইয়া দেখাইলে পথ
কেমনে কাটাইলে জীবন হইবে ইবাদত
কোন পথে হাঁটিলে হইবে জিয়নে মরণ
আমার প্রভু নিরঞ্জন।


কতো নামে ডাকে তোমায় মন
ওগো প্রভু নিরঞ্জন
কতো নামে ডাকে তোমায় মন।
জীবনে নাই ভাবনা সাথে থাকিবে যখন
আমার প্রভু নিরঞ্জন ওগো প্রভু নিরঞ্জন
কতো নামে ডাকে তোমায় মন।
*****


রচনা কালঃ ১৬ অক্টোবর ২০২৩