গোধুলী বেলায় আধো আলো
আর আধো অন্ধকারে
হঠাৎ থমকে যাওয়া সেই
ক্ষনটি খুঁজি।
মেঘকালো চুলে বেনি করা
হাল্কা গোলাপি শাড়ি পড়া
চঞ্চলা হরিণীর
হঠাৎ নিরব হয়ে যাওয়ার
ক্ষণটি খুঁজি।
মায়াময় দুটি অপলক চোখে
উত্তাল সাগরের ঢেউ উঠা
নিষ্পাপ সেই মুখটি খুঁজি।
অপরিণত দুটি হাত বাড়িয়ে
গোলাপী পাপড়ির মত রাঙ্গা ঠোঁটে
লজ্জা আর ভয়ে কাঁপা কাঁপা কন্ঠে
যে বলেছিল “ভালবাসি”
তাকে খুঁজি।
খুঁজি শুধু তাকেই খুঁজি
ভালবাসায় জীবন রাঙ্গাতে খুঁজি
শুধু তাকেই খুঁজি।
*****


রচনা কালঃ ১১ মার্চ ২০০০