আমি আজ বড্ড একা
চারিদিকে শকুনের থাবা
হিংস্র নেকড়ের চোখ রাঙানি
শক্তিমান সিংহের গর্জন।
নিরীহ খরগোশ ছানার মতো
আমি ভয়েতে কম্পমান
এতটুকু আশ্রয় পেতে আজ
তোমাকে ছিল বড্ড প্রয়োজন।
ভুলের জন্য শত শাসনের পরে
নীরবে তোমার মনটা কেঁদে উঠত
অলক্ষ্যে অনুভব করতাম
মাথার উপর বটগাছের মত
ছায়া দেওয়া হাতের স্পর্শ।
তুমি হীন আমি আজ বড্ড একা
নীরবে নিভৃতে চোখের জলে
খুঁজে ফিরি সেই চেনা অনুভব
সেই স্পর্শ, আদরের ডাক।
আজ আমি বড্ড একা
চারিদিকে কালবৈশাখী ঝড়
আকাশে বিদ্যুতের চমকে
দুনিয়া কাঁপানো গর্জন
ভয়ংকর এই কঠিন নিদানে
এতটুকু আশ্রয় পেতে আজ
তোমাকে ছিল বড্ড প্রয়োজন।
*****


রচনা কালঃ ২৮ ডিসেম্বর ২০২৩