চমক মিয়ার দুইটি ছেলে
একটির নাম তারা
বখে যাওয়া সেই ছেলেটি
আজকে এদেশ ছাড়া।


শিশুকালেই চমক মিয়ার
স্বাক্ষর জাল করে
মেধার যাচাই প্রতিবেদন
পাঠশালাতে পুরে।


মায়ের হাতে শাসন ছিল
সে বনেছে রাজা
ইচ্ছে মতন যখন যাকে
দিয়েছে সে সাজা।


জ্ঞানার্জনে থুরাই কেয়ার
কামাতে চায় টাকা
লুটতরাজ করেই দেশের
ধন ভান্ডার ফাঁকা।


ভিন্নমতকে ধ্বংস করতে
চালায় সে সন্ত্রাস
শান্তি কামি আমজনতার
উঠায় নাভিশ্বাস।


সাম্রাজ্যের সকল কাজে
ঘুষ আর কমিশন
আমার সোনার এই দেশে
যেন সে বিভীষণ।


অধিকার ও ন্যায়নীতি সব
তার হাতে হয় বলি
তার দ্রোহেতে কত মায়ের
বুক হয়েছে খালি!


দেয়ালে পিঠ ঠেকে শেষে
ফুঁসলো জনগণ
চমক মিয়ার ছেলেটি হয়
জনতার দুশমন।


তাড়া খেয়ে তারা মিয়ায়
নাকেতে দেয় খত
রাজনীতি আর করবে না
জানায় অভিমত।


চমক মিয়ার দুইটি ছেলে
একটি যে পথহারা
বখে যাওয়া সেই ছেলেটি
আজকে এদেশ ছাড়া।
*****


রচনা কালঃ ১০ জুন ২০২৩