দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।
এ জীবন আমার যেমনি কাটুক দুঃখে কিবা সুখে।
দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।


ঐ কবর দেশে মুনকার নাকীর যখনই ডাক দিবে
কলমা লা ইলাহা ইল্লাল্লাহর ধুন রয় যেন ক্বলবে।
আমি পাই যেন জাগিয়া দয়াল তোমারে সম্মুখে।
দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।


মুহাম্মাদুর রাসুলুল্লাহ যেন আমি জপি দিবস রাতি
ঐ অন্ধকার কবরে তাঁরে দয়াল কইরা দিও বাতি।
নবী নাম দরুদের জিকির যেন অশুভ দেয় রুখে।
দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।


বাইন্ধা দিও এই তনুমন কলমা শাহাদাতের ডোরে
দয়াল তোমার আশিস দিও আমার আন্ধার গোরে
তোমার কঠিন ওই হাশরের মিলন ভরে দিও সুখে।
দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।


এমন-ই সুরত দিও গো আমায় শেষ বিচারের দিনে
যেন শাফায়াতের নবীজি আমায় সহজে লয় চিনে।
ওগো দয়াল আমায় ওই মিলনে ভাসিও না শোকে।
দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।


দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।
এ জীবন আমার যেমনি কাটুক দুঃখে কিবা সুখে।
দয়াল মরণ কালে তোমার স্মরণ থাকে যেন মুখে।
*****


রচনা কালঃ ২৮ আগস্ট ২০২৩