চারিদিকে দেখি ধু-ধু মরুভূমি কোথাও নেই আলো
খরতাপে জ্বলে মরছি নিদানে মনটাও নেই ভালো।

বিধাতার পানে চেয়ে আছি এতোটুকু ছায়ার আশে
এক টুকরো মেঘ হয়ে তিনি কখন আসিবেন পাশে।

ডুবে আছি আমি পাপে ও তাপে এই অপরাধ মানি
তিনি ক্ষমাকারী দয়ার সাগর নিরাশ হবো না জানি।

ক্ষমা চেয়ে তাই শুধু ডেকে যাই তাঁর-ই দুয়ারে বসি
ঝারবে আশায় আমার কপালে তাঁর কলমের মসি।

অচিরেই তিনি আসিবেন ঠিক ছায়া হয়ে শির 'পরে
জানিবে সকলে তাঁর প্রেম ধারা কেমনে ঝরে পড়ে।
*****

রচনা কালঃ ০১ মে ২০২৪