অকারণেই বলবো অনেক
মিষ্টি তোমার মুখের হাসি
অকারণেই বলবো তোমায়
আমি অনেক ভালবাসি।


অকারণেই মুখ পানে তোর
তাকিয়ে রবো অপলকে
অকারণেই "কি দেখছো"?
বলবে তুমি লাজুক মুখে।


অকারণেই কলমিলতা
গুঁজে দেবো ওই খোঁপাতে
অকারণেই দু্ব্বা ঘাসে
বসব দুজন আসন পেতে।


অকারণেই বেসুর তালে
তোমায় নিয়ে রচিবো গান
অকারণেই কইব কথা
উঠবে নেচে আমার প্রাণ।


অকারণেই বইখাতা সব
ভরবো লিখে তোমার নামে
অকারণেই রাত্রিগুলো
বেঁচে দেবো প্রেমের দামে।


অকারণেই তোমায় খুঁজে
হাঁটবো কত অচেনা পথ
অকারণেই শহরে নগরে
ঘুরবো চড়ে অধুনা রথ।


অকারণেই কাঠফাঁটা রোদ
মাখবো আমার সারা গায়ে
অকারণেই তোমায় ভেবে
থাকবো বসে বটের ছায়ে।
*****


রচনা কালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৪