-সিবগাতুর রহমান


ঘেউ ঘেউ করা প্রাণীগুলো
এখন আর বেশি ডাকে না
ময়না টিয়া দোয়েল কোয়েল
শোনাচ্ছে গান কাকে না।


বাঘের মতো গর্জন ছিলো
নখেও ছিলো বেজায় ধার
এখন দেখছি শেয়ালের মতো
গর্তে বসে চিবোয় হার।


এত করে ডাকে হুক্কা হুয়া
কিছুতে হয় না লক্ষ্য ভেদ
সঙ্গী সবে যাচ্ছে ছেড়ে
মনোযোগে বুঝি পড়ছে ছেদ।

বলছি কি শোন সময় থাকতে
আবার তোরা মানুষ হ
ধান্দা বাজির ফন্দি ফিকির
ছাইড়া দেশের কথা ক।
*****


রচনা কালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪