হে সর্বশক্তিমান
কিভাবে তোমার শক্তিমত্তা জানান দিলে
তা যথার্থ হবে আমি জানিনা
শুধু এটুকুই জানি তোমার চেয়ে অধিক
শক্তিশালী ভবে আর কেউ নাই
আমি অধম তোমার সেই মহিমা গাই।


হে রাব্বুল আলামিন
কিভাবে তোমার প্রশংসা প্রকাশ করলে
তা যথার্থ হবে আমি জানিনা
শুধু এটুকুই জানি তোমার চেয়ে অধিক
প্রশংসার দাবিদার কেউ নাই
আমি পাপী তোমার সেই প্রশংসা গাই।


হে সর্বোত্তম রক্ষাকারী
কিভাবে তোমার ক্ষমতার স্তুতি গাইলে
তা যথার্থ হবে আমি জানিনা
শুধু এটুকুই জানি ঘোর সংকটে তুমি বিনা
রক্ষাকারী ভবে আর কেউ নাই
আমি পাপিষ্ঠ তোমার সেই গুনগান গাই।


হে সর্বোত্তম ক্ষমাকারী
কিভাবে তোমার করুনার কথা বললে
তা যথার্থ হবে আমি জানিনা
শুধু এটুকুই জানি তোমার চেয়ে উত্তম
ক্ষমাকারী আর কেউ নাই
আমি গুনাগার তোমার কাছেই ক্ষমা চাই।
*****


রচনা কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৪