তুমি আমার ঝিঁঝিঁ ডাকা জ্যোৎস্না ভরা রাত
তুমি আমার আন্ধার চেরা সোনালী প্রভাত
তুমি আমার উদাস দুপুরে হিমেল ছায়া নীড়
তুমি আমার বিকাল বেলার রুপালি আবির
তুমি আমার সাঁঝের বেলা নীড়ে ফেরা পাখি
তুমি আমার আঁধার রাতে চপল নবীন আঁখি
তুমি আমার নীল গগনে ঝলমলে ধ্রুবতারা
তুমি আমার বকুল বেলীর সুবাস বাঁধনহারা
তুমি আমার গুলবাগিচায় বাহারি প্রজাপতি
তুমি আমার ঝিনুক বুকে লুকানো হিরা মতি
তুমি আমার সারা দিনমান সন্ধ্যা হতে ভোর
তুমি আমার প্রিয়, বাঁধি তোমাতেই বাহুডোর
তুমি আমার ধুকধুক বুকে নিঃশ্বাস অহর্নিশি
তুমি আমার আলো, যদি আঁধার ঢাকে দিশি।
তুমি আমার মাটির দেহে নিঃশ্বাস ভরা প্রাণ
তুমি আমার জীবন খাতার শ্রেষ্ঠ অভিযান।
*****


রচনা কালঃ ৬ মার্চ ২০২৪