আমি ভরা জোছনায় গাইতে চেয়েছিলাম
তুমি আঁধারে ডুবিয়ে দিলে
আমি আকাশ নীলে ভাসতে চেয়েছিলাম
তুমি ভাসালে বিষের নীলে
আমি রবির কিরণে উষ্ণতা চেয়েছিলাম
তুমি আগুন জ্বেলে দিলে
আমি সাগর লহড়ী দেখতে চেয়েছিলাম
তুমি জলোচ্ছ্বাস হয়ে এলে
আমি নীল দরিয়ায় নাইতে চেয়েছিলাম
তুমি তীর ভাঙ্গা ঢেউ হলে
আমি বাদল ধারায় ভিজতে চেয়েছিলাম
তুমি বানে ভাসিয়ে দিলে
আমি রিনিঝিনি সুর শুনতে চেয়েছিলাম
তুমি বজ্রনিনাদ হয়ে এলে
আমি হিমেল পরশে জুড়াতে চেয়েছিলাম
তুমি বরফে জড়িয়ে দিলে
আমি নির্মল হাওয়া মাখতে চেয়েছিলাম
তুমি বাউকুড়ানি হয়ে এলে
আমি বন বিথীকায় হাঁটতে চেয়েছিলাম
তুমি ঘন অরণ্য হয়ে এলে
আমি সুখের একখান চাদর চেয়েছিলাম
তুমি কাফন জড়িয়ে দিলে।
*****


রচনা কালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৪