তুমি আসবে, তাই বলে আমি নিত্য দেখি ক্যালেন্ডারের পাতা
তোমার সাথে কইবো বলে এই হৃদয়ে জমা আছে কতো কথা।
দেখিতে দেখিতে পার হয় কতো তিথি! তবুও আসোনি তুমি
তাই তো আজও আঁধার গগন, বিরহ ব্যথায় শূন্য হৃদয় ভূমি।
ঘুমন্ত শহরের এক ছাদের কার্নিশে একা বসে আছি মাঝরাতে
কয়েকটা কুকুর আর সিগারেট ছাড়া কেউ নেই আমার সাথে।
অ্যাম্বুলেন্স আর রাতের প্রহরীরা মাঝে মাঝে ভাঙছে নিরবতা
হঠাৎ সকল আঁধার সরিয়ে ধরলে জড়িয়ে ঝেড়ে সব জড়তা।
বিস্ময়ে আমি শুধু দেখে যাই মাখি সারা গায় তোমার ওই মাধুরী
এমন আগমন ক্ষণিকের হয় তাই মনে ভয় কখন যে যাবে ছাড়ি!
এমন অভিসারে দুই নয়ন ভরে আমি শুধুই দেখছি রূপ লাবণ্য
তুমি কি বুঝনা তোমাকে ছাড়া আজ আমি হয়েছি কতটা বন্য।
কতদিন পর এলে! তোমায় কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে!
কেমন আছো তুমি? দেখো, তুমি এলে তাই ধরনী কেমন হাসছে।
আমায় ছেড়ে বলো, ছিলে কোন্ দূরে দেখো হৃদয়ে দুঃখের বন্যা
একবারও কি শুনো নি, তুমি বিহনে এই হৃদয়ে বইছে কত কান্না?
আমার এই ভুবন আঁধার করে যেও নাকো তুমি আর দূরে সরে
নয়নে নয়নে পরম আদরে রাখিব তোমারে এই হৃদয় অন্তঃপুরে।
*****


রচনা কালঃ ২৬ জানুয়ারি ২০২৪