দেবী,
তোমার ভালোবাসা খুঁজে পেতে গিয়ে,
আমার কেটে গেছে বহুকাল!


জেদী কোনো জলদস্যু যেমন বহুকাল শ্রান্তিহীন,
রংবেরং ক'টা হীরের খোঁজে ;
তেমনি খোঁজ আমারো ছিলো-
তোমার মুখে ক'টা ভালোবাসার কথা শুনবো বলে!


তোমার কথাগুলো যে আমার কাছে
হীরের মতোই দামী!


দেবী,
তোমার কোমল স্পর্শের অপেক্ষা করতে গিয়ে,
আমার কেটে গেছে বহুকাল!


অন্নক্ষুধার্ত চাষা যেমন প্রতীক্ষায় থাকে,
দুফোঁটা বৃষ্টিতে তার তৃষ্ণার্ত ক্ষেত ভেজার আশায় ;
তেমনি অপেক্ষা আমারো ছিলো-
তোমার সামান্যতম স্পর্শে
আমার এ জলন্ত হৃদপিণ্ড শীতল করবো বলে!


তোমার স্পর্শ যে আমার কাছে
বৃষ্টির ফোঁটার চেয়েও জীবন্ত!


দেবী,
জানো, আমার বড় আক্ষেপ!
জীবনানন্দ কিংবা সুনীল যেভাবে লিখেছিলো,
বনলতা অথবা নীরাকে নিয়ে-
তোমাকে নিয়ে আমার সেভাবে কিছু লিখা হলোনা!
আমি যে ওদের মতো কবি নই!


তবে হ্যাঁ,
ওদের মতো লিখতে না পারলেও,
ওদের মতো ভালোবাসতে আমি ঠিকই পারি!


কবিতা না লিখেও ভালোবাসা যায়, দেবী!