নদীর পাড় ধরে হাঁটি প্রতিদিন,
হাতে খাতা, মনে জ্ঞানের আহ্বান বিনিময় বিনিময়।
পাখির ডাকে শুরু হয় সকাল,
চোখে রোদ পড়ে, জেগে ওঠে মনটা বালক-সমতল।

আমি পড়াতে আসি — একদল শিশু অপেক্ষায়,
তাদের চোখে স্বপ্ন, মনে হাজার রঙের ছায়া।
শব্দ শেখাই, সংখ্যা বোঝাই, গল্পে ভাসাই মন,
জ্ঞান ছড়ানোয় পাই যে শান্তি, তা নেই আর কোনো গণ।

বিকেলে ফিরি, পথ পড়ে ছায়া,
হাওয়া চলে ধীরে, গাছে দোলে আশা-আভায়।
ফুলেরা গন্ধ ছড়ায় চুপিচুপি করে,
প্রকৃতি বলে, “তুমি এসেছো, ধন্য হলো এই ভোরে।”

নদীর পাশে গেয়ে যায় জল,
পাখিরা ফেরে, শেষ হয় কলরোল।
আমি হাঁটি ধীরে—একটা দিন শেষ করি,
কিন্তু মন বলে, “আগামীকাল আবার পথ ধরি।”