তোমার নামে মানত রেখেছি
শাহ্ জালাল (রহঃ)-এর মাজারে—
কোনো টাকা-পয়সা কিংবা গরু-ছাগল নয়,
মানত রেখেছি দু’ফোঁটা নীরব অশ্রু!
প্রতিদিন যে ভিক্ষুকটা
বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়—
তাঁরে ভাঙা দশ টাকাটা হাতে দিয়ে
একটা চিঠি পাঠিয়েছি তোমার ঠিকানায়,
হয়তো হাওয়ার পথ ধরে
একদিন পৌঁছে যাবে তোমার দরজায়।
জুমার দিনে নামাজ শেষে,
নিরবে তুলে ধরি তোমার নাম—
খোদার দরবারে;
পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক—
তুমি সুখী হও;
এই কামনায় আমার সমস্ত হাহাকার দান করলাম!