কাটা ফুটলে ব্যথা সরাতে
আবারো ফুটাই সুই,
যেথায় একের ব্যথায় কাতর সেথায়
সহ্য করি দুই।


দুঃখ গুলো দল বেধে চলে
ধরাতে আমিই কেবল একা,
ইশ! সুখেরও যদি দল হতো আর
পেতাম তাদের দেখা।


সুখের আসায় জীবন কাটিয়ে
কভূ পেলাম না তার দেখা,
সুখের তরেই সব হারিয়ে
বেলা শেষে আমি একা।


একাকীত্ব সঙ্গি আমার
নিত্য দিনের পথে,
দুঃখ ছাড়া রিক্ত ধরায়
পাইনি কাউকে সাথে।