তোমার দ্বিধা ভরা মন
করবে কি আপন?
নিবে অযথা টেনে বুকে?
হারালে জড়াবো বিষন্নতায়
একাকীত্ব নিয়ে শোকে।
আমি বলেছি বলেছি বহুবার
করবো এ জীবন পার
হাতে হাত দুটো রেখে,
ছাড়বো না কভু আসুক না ঝড়
যা বলে বলুক লোকে দেখে।
তুমি বুঝোনি কভু
হার মানিনি তবু
যদি জড়িয়ে ধরে বলো,
আমি তোমার আছি তোমারই রবো
কোথায় যাবে চলো।
জানি স্বপ্ন শুধু স্বপ্ন রবে
তবু ইচ্ছেরা মেলে পাখা,
এ মনে শুধু তোমার তরে
অযথা স্বপ্ন আঁকা।
তোমার শহরে রবো না আমি
অবহেলা বয়ে রোজ,
ভাগ্যে থাকলে হারাবে না কভু
জানি করবে আমার খোঁজ।