চোখের কোনে জমে থাকা
এক বিন্দু জলে,
অভিমান আর অভিযোগে ঘেরা
কত কথা বলে।


বিনা মেঘে এ অঝর বৃষ্টি
বুঝবে কি তার মানে,
কেন এ অবেলায় আগমন তার
যার ব্যথা সে জানে।


হাজারো কষ্ট বুকে নিয়ে
যেই মানুষ টা হাসে,
কারো সামান্য কথায় ও ভীষণ কাতর
চোখে জল বেরিয়ে আসে।


সবার জন্য বেরয় না তা
গড়িয়ে পড়েনা ধরায়,
কাাঁদালে তুমিও কাঁদবে ঠিকই
করোনা এতো বড়াই।