গ্রাম গুলো শহর হচ্ছে
নদীরা হচ্ছে  নালা,
বনের জায়গায় দালান দাড়িয়ে
কোথায় সেই গাছপালা?


যেখানে সবুজ ছাড়া ছিলো না কিছু
মাঠের পরে মাঠ,
আজ সেখানে দাড়িয়ে শত গাড়িওয়ালা ডাকে
মামা যাবেন নাকি সদর ঘাট?


আমি একাকী বসে আনমনে ভাবি
একি রূপকথার বাড়ি?
এতো সেদিনও ছিল মাঠ আজ এতো বড় পথ
চলে হাজার হাজার গাড়ি ।


শহরে নাকি ভীষণ সুখ
একটু ও নেই জ্বালা,
আমিতো ভাবি জেল খানা এটা
তফাত শুধু তালা।


ব্যস্ত  এ শহরের বাতাস ও দূষিত
শান্তি শুধু নামে,
তাইতো সব ছেড়ে মন পড়ে থাকে গিয়ে
সেই সবুজে ঘেরা গ্রামে।