আমায় তুমি প্রশ্ন কর !!
উত্তরে যা দেই দিব ,,,
আমায় তুমি গল্প বল !!!
কাহিনী আমি হব ,,
গান হব ,, কবিতা হব ,,
হব আকাশ আমি !!
গানের চরণে ছন্দ হব ,,,
আমি অন্তর্যামী !!
আমার তুমি কি হবে ??
পারবে হতে সৃষ্টি ??
ঝরাতে পারবে আনন্দলোকে ,,,
মনুষ্যত্বের বৃষ্টি ???
ছড়াতে পারবে প্রেম ভালবাসা ??
জড়াতে পারবে - জাতি ভেদে ??
দুরের আকাশে উড়াতে পারবে ,,
দুঃখ এক ঝিঁকে ???
আমায় তুমি ভরসা কর !!!
বিশ্বাস দেব তোমায় !!!
প্রতি নিশ্বাসে থাকব আমি ,,
তোমার চারপাশে আঙিনায় !!
আমায় তুমি রাখবে কোথায় ??
বদ্ধ ঘরের কোনে ???
যেথায় তোমার জাতের বড়াই ,,
মনের অন্তঃপুরে !!
সৃষ্টি তুমি আমার হাতে !!
তোমার নই আমি !!
আমায় রাখার স্পর্ধা তোমার ,,
কতটুকু আমি জানি !!
দেয়াল গড়েছ মনের মাঝে !!
এঁকেছ সীমানা হাতে !!
হাজার সৃষ্টি করেছ ভাগ ,,
রাজনীতির অজুহাতে !!!
স্রষ্টার ভুমিকা পালন করছ ,,
সৃষ্টি নিজে হয়ে ...
প্রশ্ন যেদিন আমি করব ,,,
উত্তরে কি বলবে ???