জোঁনাকীর আলো বসে সারা চোখ জুড়ে ,,,
শিশির ভেজা ঘাঁসে মেঠোপথ ধরে ,,
হেঁটে গেছে স্বপ্ন পাহার চূড়ায়।
পাখির কলরবে ভোরের আলো ফোঁটায়।
স্বপ্নের মত দেশ দু'চোখ জুড়ায়।


আমার বাংলা মা আমি তোমায় ভালোবাসি।
আমার বাংলাদেশ চির চেতনায় জাগ্রত থাকি।


শরতের আকাশে মেঘের উড়াল ,,
রোদেলা অবয়বে নদী বহমান।
সারি সারি কাশবনে বাতাসের দোল ,,
ভেসে বেড়ায় মেঘের ভেলায় ,,
বাংলা মায়ের রূপ।


আমার বাংলা মা আমি তোমায় ভালোবাসি।
আমার বাংলাদেশ চির চেতনায় জাগ্রত থাকি।


সোনার ধানে ছেঁয়ে যায় মাঠ প্রান্তর ,,
রূপালী আলোক ধারায় স্বদেশের বুক ,,
সেঁজে উঠে নিছক নিছুনী হয়ে ,,,
সে আমার সুখ।


আমার বাংলা মা আমি তোমায় ভালোবাসি।
আমার বাংলাদেশ চির চেতনায় জাগ্রত থাকি।