বন্ধুতা আজ অনেক কঠোর ,
অনেক স্বার্থপর ।
বন্ধুরা সব বুঝতে শিখেছে ,
কে আপন ? কে পর ?
বন্ধু আজ একাই পারে চড়তে শৃ্ঙ্গ-গিড়ী ,
বন্ধুত্ব আজ ফেরিওয়ালর বয়ে নিয়ে চলা ফেরী ।


বন্ধু আমার অনেক আপন ,
ভালবাসার চাঁদ ।
আমি তাই বলে বন্ধু নই ,
আমি ভিন দেশী এক রাত ।


বন্ধু আমার যেমন তেমন ,
মাথা গুজার ঠাই ।
অস্তিত্ব আমার তাদের কাছে
আজ কয়লা পুড়ানো ছাই ।


বন্ধুর দাম জীবন নয় ,
কাগজের কিছু পাতা ।
যে দিন ফুরোবে কাগজের যোগান ,
বন্ধু সেদিন ধাঁধাঁ ।


বন্ধু সবার মুখে মুখে ,
যত্র তত্র সমাগমে ।
হৃদয়ে কখনও এর স্থান নয় ,
এর আজ অন্য রকম মানে ।


আপদে বিপদে , কত ঝোপ-ঝাড়ে ,
ভীতি-সঙ্কট প্রাণে ,
বন্ধু তখন কত প্রাণ প্রিয় তা আপনিই নাহি জানে ।
কাজ ফুঁরালে কে বা কারে শুধায় কবে যেচে ?
যে যাবার সে গেছে চলে কার কিবা আসে যায় তাতে ?