জীবনের প্রতি ক্ষণে ভেবো তুমি ক্ষুদ্র ,,
যা কিছু মহান তা তোমার বিন্দুমাত্র ।
সফলতার তরে কভু দিও না আপনারে বিলায়ে ,,
নিজ গুন কভু জন-সম্মুখে করিও না ব্যক্ত ।
দেখাইও না তব বড়াই বিরত্বের ,,
হও সহনশীল ,, দুর্বারকে করো ছিন্ন ।
ভুলে যেও না তুমি মৃত্যুঞ্জয়ী রণ !!!
যেথায় দেখিবে বাধা বিপত্তি ,,
সেথায় যাও শির তুলি ।
হস্ত কভু নাহি করিও চালনা কারো পরে ,,
তুমি মানুষ সে ও মানুষ পৃথিবী ভিন্ন নহে ।
বড় বলে কেউ যাহা বলিবে করিও না সমর্থন তারে ।
যথোপযুক্ত কার্য দেখিয়া চয়ন করিবে !!
বড় হতে হবে ,, এগোতে হবে ,,
ধরতে হবে হাতে নাও ।
মনে রেখ আজ দুয়ার খোলা বলে ,,
হারিয়ে যেও না আবার ।
কেউ তোমারে দেখিবে না কাল ।
ধারিবে না তব ধার ।
আপন শক্তির করি অবক্ষয় ,,
লড়তে হবে তোমার !!!
ভয করো না ,, পিছু হয়ো না ,,
লড়ে যাও প্রাণপন ।
তোমারে হয়তো দেখিবো না আর ,,
তবু এই আশির্বাদ চিরন্তন !!!