হে গুণী ,,
অদ্বৈত তুমি ...
অপ্রতিম তব বাণী !!
আপনারে করিয়াছো বিকাশ ,,
তব জ্ঞানের পরে দিয়ে আপনারে অঞ্জলী !!
অজ্ঞেয়বাদ করিয়াছো অর্জন নাহি আছে কিছু তব অজানা ,,
অজান্তে মনের হয়তো স্বজ্ঞানে করিয়াছো তব অবণী রচনা !!!


বৈশাখে তুমি উত্তাল ঝড়ে এসেছো ধরণী মাঝে ,,
শ্রাবণের মেঘে ভাসায়ে ধরণী খেলেছো লুকোচুরি সাঁঝে ..
বাঙালীরে তুমি কাঙাল করিয়া নীল দরিয়ার তরে ,,
অকাতরে করেছো অগস্ত যাত্রা কোন অভিমানের বশে ??