আমি রাত্রির সব আঁধার ভুলে আলোয় থাকতে চাই ,
শহরের সব কোলাহল ছেড়ে নিরবতা পেতে চাই ।
আমি জঞ্ঝাল মেশানো জীবন থেকে অবসর নিতে চাই ,
ভিন্ন কোন ধরণীর একা নাগরিকত্বের অধিকার পেতে চাই ।
আমি সংজ্ঞাহীন জীবনের কিছু সংজ্ঞা দিতে চাই ,
অর্থহীন সকল কিছুর অর্থ খোঁজে যাই ।
আমি আমার জীবন আমার মত করে উপভোগ করতে চাই ,
আমি অহেতুক কিছু জটিল ধাঁধাঁ আজ ভুলে যেতে চাই , ভুলে গিয়ে সব নতুন করে আবার বাঁচতে চাই ।


আমি অতীত ভবিষ্যত পরোয়া করিনা র্বতমানকে চাই ,
জীবন আমার চলবে কেমন করে সে চিন্তা আমার নাই ,
ভুলে গিয়ে সব নতুন করে আবার বাঁচতে চাই ।
আমি জঞ্ঝাল মেশানো জীবন থেকে অবসর নিতে চাই ,
ভিন্ন কোন ধরণীর একা নাগরিকত্বের অধিকার পেতে চাই ।