একদিন যাবে থেমে সব কোলাহল
থেমে যাবে বৃষ্টি ,,, নুন্তা চোখের জল
বদলাবে রাস্তা গেঁয়ো মেঠো পথ
বদলাবে আমার শহর
উড়বে না আকাশে ছোট্ট পাখির ঝাঁক
আঁকাবাঁকা রাস্তায় সময় নিবে বাঁক
পর হয়ে যাবে জানি শত আপন জন
বদলাবে আমার জীবন
রংধনু দেখে কেউ লিখবে না কোন গান
ভুলে যাবে অনেকেই মিষ্টি অভিমান
কথার ছলে সবে করে যাবে অপমান
যন্ত্রণা পাহার সমান
বদলে যাবে জানি ছোট্ট কুঁড়ে ঘর
চারদিকে জ্বলবে আলো বাতি ঝলমল
বসবে ঘিরে সব সুখ পাখির দল
এভাবেই পেয়ে যাবে তোমার স্বয়ম্বর