সহস্র বছর পরে আমি লিখব তোমায় কবিতা !!
প্রতি চরণে থেকে যাবে আনাড়ি অপূর্ণতা !!
কলকব্জার হিসেব কষবো ছন্দের খোঁজে ,,,
স্বাধীনতা তখন বন্দি হবে চার দেয়ালের ঘরে ...
ফেলে আসা সুখ তোমার হাসিমুখ ,,, গুলিয়ে ফেলবো হিসেবে
অজুত নিজুত অঙ্কের ধাঁচে ,,, হারানো অতীত ভিড় করবে
মাঝামাঝি কোন এক দালানে .........
রাতের আধার প্রশ্নের বাঁধ ,, ভাঙবে চোখের আড়ালে
দূর কাশবনে আকাশের নীলে ..........
উড়ে যাবে সুখ দুখের অভিমুখ ,,, সময় ফুঁড়িয়ে আসবে !!