ক্ষমা করা ঠিক উদারতা নয়,
ত্যাগ করা, ঘৃণা নয়।
শব্দের অর্থ সমান নয় সর্বদা;
সময়ের সাথে সাথে অর্থ বদলায়।
ভালোবাসার জন্য ক্ষমার প্রয়োজন,
নিজের টিকে থাকার জন্য ত্যাগ।


সমাজের উঁচু স্তরের মানুষ,
প্রয়োজন নিমিত্তে ব্যবহার করেন।
কোন এক সাধক বলেছেন তাই,
হাতের পাঁচ আঙুল সমান কাজের নয়,
বৃদ্ধাঙ্গুলি থেকে তর্জনী পর্যন্ত।
প্রতিটির ক্ষমতা আছে তবে নির্দিষ্ট।
জাত পাত, শ্রেনী বৈষম্যের ও কারণ স্পষ্ট।
সবাই পুঁথি বিদ্যায় বিদ্যাধরী!
কায়িক ক্রিয়া বন্ধ?


বেশ তো সবাই এককাতারে,
বিচার,শালিষ বন্ধ।
কল্পলোকের গল্পকথা রুপকথাতে মানায়।
সত্য যুগে কর্ম ছাড়া, ধর্ম মেলা ভার।
ক্ষমা যদি করেই থাকো,
ভালো যদি বেসেই থাকো।
ধরে নাও, তোমার প্রয়োজন।