বন্ধু
বন্ধু মানে সুখের সাথী,
বন্ধু মানে দুঃখের ভাগী।
বন্ধু হলো খেয়ানৌকার দুজন মাঝি!


বন্ধু হলো সকাল-সন্ধ্যা ঝগড়াঝাঁটি,
বন্ধু হলো নিমিষেই রাগমাটি।


বন্ধু হলো মনের দোরে খোলা চাবি,
যখন খুশি, যেমন খুশি তেমন ঘুরি।
সকল বিপদ, সকল সুখের সঙ্গী সাথী।
যে কথাটি যায় না বলা ,
যে ব্যথা যায় না স‌ওয়া,
যে খুশির ভাগ হবে না।
বন্ধু কেবল তার‌ই পাওনা।


এমন বন্ধু আছে নাকি!
হা হা!!
ভুলে ও এমন ভাবনা মানা,
বন্ধু শুধু নিজের আয়না।
মুখটা দেখো!,একটু হাসো;
দেখো!ও তোমার সাথেই হাসে।
দু'চোখ ভরে কান্না করছো!
ওমা!ওতো তোমার সাথেই কাঁদে।


বন্ধু আমার আয়না খানি!
বুঝতে পারলে, আমি যেমন আয়না তেমন,
আর কেউ নয়কো এমন।
বন্ধু আমার আয়নাখানি।।