ঠকে যাও, ক্ষতি নেই
ঠকতে ঠকতে ঠিক একদিন বুঝতে পারবে;
লাভের ভাগটি কোথায়?
হেরে যাবে!যাও না, কি এমন কষ্টের।
হেরে যেতে যেতে একদিন শিখে যাবে,
কিভাবে রণক্ষেত্রে জয়ী হতে হবে।
ভয় পেয়েছো! কি বিস্ময়?
সাহস আছে সাথে।
আরে মরার আগে মরছো কেন?
মিথ্যা লোক লাজে।
তাকাও আকাশ পানে,
বিশ্বভরা বিস্ময় তবুও ঘোর লাগেনি তাতে।
তোমার অপরাগতা, অক্ষমতা
সব‌ই তোমার কাছে।
জয়ী হবার কৌশল ও আছে তোমার কাছে!
কি বিপন্ন,অবসন্ন,অসার জীবন মানে
জেনে রেখো,পাল তোলা ঐ নৌকাটির
ঘাট জানা আছে।
তোমার ইচ্ছায় তোমার জীবন,
রাখেনি কেউ বেঁধে,
হাল ধরে এগিয়ে গেলে
মিলবে পথের দেখা।।