আস্থায় চির ধরে ভেঙে যায় বন্ধুত্ব,
অবিশ্বাসের দেয়াল নষ্ট করলো প্রেম।
আর বহুবছরের বিয়ে ভেঙে গেল ভুল বোঝাবুঝিতে!
নীরুপমার আজকের দিনের উপলব্ধি।
শুধু প্রশ্ন করলাম, আচ্ছা কোনটি সঠিক ছিল?
বন্ধুত্ব, প্রেম না বিয়ে;
নিরুপমা সময় নিয়ে ভাবলো।
মৃদু কন্ঠে বলল,
আমাদের বন্ধুত্ব নস্ট হয়েছিল প্রেমের সম্পর্কে,
আর প্রেম শেষ হয়ে গেল বিয়েতে।
প্রথম অনুভূতিহীন উত্তর দিলাম;
যাক, তুমি ভাগ্যবান,সবটার শেষ দেখতে পেলে।
এ ধরনের রসিকতা মানা যায় না।
খুব রেগে গিয়ে বলল  প্রিয় বন্ধু আমার
আমি বললাম,রাগছ কেন?
ভেবে দেখো তো, সবটাই হিসাব নিকাশ নয় তো;
জীবন তো বেলাভূমি না, আবার মরুভূমি ও নয়
পরিবর্তন স্বাভাবিক তবে অনাস্থা এতো বেশি?
পছন্দ আর ভালোবাসা, দুটো কি এক?
প্রিয় বন্ধু আমার;
যেখানে তোমার শেষ
সেখানেই পূনশ্চ নয় তো!!