বিবেক ও আমি


বিবেক
কি চাও আমার কাছে?
কিছু না, না মানে সামান্য.....
বিবেক
যদি নাই চাও, তবে বারবার কেন ফিরে চাও?
একটি প্রশ্ন ছিল?
বেশ তো বলে ফেল;
না থাক, উত্তর জানা।
বিবেক
তবে আর ডেকো না,
একটা সাধ ছিল;
বেশ , পূরণ করতে চাও?
না, না বরং অন্য কিছু....
বিবেক
তোমার স্বপ্ন, প্রশ্ন, উত্তর
সব তোমার কাছে জমা,
বারবার কেন ফিরে চাও?
আবার আমায় ডাক!
বিবেক বলে তুমি আর আমি,
অভিন্ন হলেম কেন?
এ প্রথম চমকে উঠলাম,
সেই তো, কেন এমন হবে.......