হ্নদয় মাঝে শেষ বিকেলের ভৈরবী
হেমন্তে আজ শিশির ভেজা ভোর।
দিনগুলো যায়, কেটে যায় এমনিতেই
কবে যে শেষ ভোর দেখেছি?
নেই মনে?...
সঙ্গতি আর অসঙ্গতিতে দিন কাটে।
কিছু আমার পাওনা ছিল,
কিছু কথা বলার ছিল,
কিছু আমার দেবার ছিল।
শব্দগুলো হারিয়ে গেল,
কান্না আমার রুদ্ধ হলো।
ভৈরবী রাগ বেজে উঠলো,
যাবার বুঝি সময় হলো।।