যখন পৌঁছলাম গন্তব্যে, তখন হাতে ঢের সময়!
আজ তাই, তাড়াহুড়া করলাম না,
খুব সযত্নে সাঁজিয়ে গুছিয়ে আয়নায় মুখ দেখলাম।
কাজল,টিপ, কাঁচের চুড়ি সব, সবটাই মিলিয়ে নিলাম
এবার গন্তব্যে ছোটা;যা,দেরী হয়ে গেল।
সময় পার হয়ে গেছে।


বিপুল আশা জাগানিয়া হ্নদয় নিয়ে;
সময়ের আগে কিংবা পরে নয়!
ঠিক বিন্দুতে এসে পৌঁছালাম।
আহ্! কি বিস্ময়!
পথ খুঁজে পাওয়ার আনন্দে আত্মহারা,
কিন্তু কোথাও কেউ নেই!
না অপেক্ষমান!না দর্শক, না পথচারী?
তবে কি ভুল পথে এলাম?


না!পথ বলে ঠিক আছে!
তবে সময়ের আবেদন আর নেই।।।
হায় সময়! চিরকাল অধরা!
চিরকাল বন্দীত্ব করলে অমরত্বকে।
সব থেকে বেশি আশা ছিল তোমার কাছে,
ভরসা ছিল না ঠকার।
তুমি ঠকালে মোরে সবথেকে বেশি..