বিশ্বভ্রমন


বন্ধু আমার ভীষণ ভালো
সারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়ায়,
কি অদেখা ভুবনে তার,
নায়াগ্রার জলপ্রপাত, কিংবা পিরামিড
সব দেখেছি,সব জেনেছি
ভাবতে আমার ভালোই লাগলো।
হঠাৎ করেই প্রশ্ন করি
আচ্ছা তুমি সব দেখেছো, সবই?
মেঘের পরে মেঘ মেঘ দেখেছো
আকাশ পানে তারা।
না, আমি তো ভাই পাগলপারা ন ই।
প্রকূতি আমায় ততো টানে না,


বেশ, মানুষ দেখেছো?
হ্যাঁ,এটা কোন প্রশ্ন হলো?
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে
টোকাই টার চাহুনি?
শীতের কুয়াশামাখা ভোরে
শীতাতবূদ্ধার কাঁপুনি,
কমলাপুর রেলস্টেশনে শীতের রাতে
বস্তার ভেতর শরীর ঢেকে
কিভাবে শীতের আড়াল করে?
ডাস্টবিন থেকে কিভাবে খাবার খায়,
না,এসব কেন দেখতে যাবো​
এবার আমি হেসে ফেললাম
বন্ধু তুমি একটু খানি ভাবো
জন্ম তোমার যেখান থেকে
সেটাই দিলে বাদ।
যত পারো মানুষ দেখো
দেখ প্রকূতি, তবে তুমি বুঝতে পারবে
বিশ্ব ঘুরে কি লাভ আছে?
যদি তুমি নাই বা জান
তোমার প্রকূতি।