চাঁদের কলঙ্ক আছে
আছে ভালোবাসার গল্প
তাই তো চাঁদ তোমার এতো দম্ভ।
রাতের আঁধারে তারা গোনা
শিল্পীর কাছে, তোমার এতো মূল্য।
জ্যোৎস্না রাতে পাগলপারা মাতম তবো,
জাগিয়ে তোলে ভালোবাসার গল্প।
তাই তো চাঁদ, তোমার এতো মূল্য।


রাঙিয়ে দিয়ে যাও যে হ্নদয়,
জাগিয়ে তোলো মোরে।
ভেঙ্গে কেন দাও গো তুমি,
প্রভাত এলে দোরে।।
মধ্যরাতের স্বপ্ন কেন,
চুরি হয়ে যায়?
বলতে মানা নেইকো আমার,
দায় কি শুধু তোমার।


শতপুত্রের জন্ম দিয়ো,
একি আশীর্বাদ, সেদিন ও সাক্ষী ছিল
পূর্ণিমা রাত।
ওহে বক্ষ তাঁরা,
জন্মের দায় গর্ভবতী হয়েছে নারী জননী
মানুষ তো হয়নি কেউ
হয়েছে সব কুকুর, বিড়াল ছানা
আরো কিছু জাতি আছে, সত্য মানব ছাড়া।


চাঁদের বুড়ি সুতা কাঁটে
তোমার বুকে বসে,
এমন গল্প শুনে,কখন যে ঘুমিয়ে গেছি
নেই বুঝি আজ মনে।
সব গল্পের শেষ আছে,
নেইকো তোমার গল্পের শেষ
কলঙ্কের টিপটায় লাগছে তোমায় বেশ।।