আমার চেতনায় আছে দৃঢ়তা,
মননে বাঙ্গালীর গর্ব।
মস্তিষ্কে রামায়ণ, মহাভারত
আমাকে অতীত থেকে বর্তমান পর্যন্ত,
স্বপ্নচারী করে তোলে।
বাউল, পদাবলী, কীর্তন করে তোলে ভাবাবেগী ।
এ এক অদ্ভুত চেতনা,
প্রেমে ও বর্তমান,প্রকৃতিতে বহমান।


চৈত্রের দহনে পুড়তে পুড়তে জ্বলে ছারখার,
বর্ষায় প্লাবিত হয়ে দ্বিগ্ধিদিক শূন্য হয়ে উঠি।
শীতের কুয়াশামাখা ভোরে ক্লান্ত,
বসন্তের অপেক্ষায় প্রহর গোনা।


গন্ধ বিহীন ফুল বড়ো অপছন্দের,
রক্তবিহীন তলোয়ার,বৃথা ইতিহাস।
মেধাবিহীন মানুষ, মানুষ তো?
যে মেধার শাণ নেই, শিল্প নেই;
তার তো অহংকার ও নেই!
তবে কি অহংকার ও কাম্য হয়ে ওঠে?
জানি না, সহস্র বছরের জমে থাকা প্রশ্ন!


প্রতিযোগিতায় কেউ পিছিয়ে নেই,
যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে চলেছে।
কারো উপর কারো নির্ভরতা, অপমানের শামিল;
চঞ্চলতায় কপোটতা,মৌনতায় মূখ্যতা!
তবে কি নিস্তবদ্ধতায় মুক্তি।