বূথা মেলা, বূথা খেলা বূথা চরাচর,
জীবন মানে সংগ্রাম
যুদ্ধ জয়ী হ ওয়া।
জয়ী মানে বুহ‍্যচক্র​, নতুন দায়িত্ব নেয়া।
হেরে গেলে লাভ নেই
নতুন পথ খোঁজা।


জীবন মানে শুধু ছুটে চলা
হারায় হারায়,কি ধন ভেবে
দিগন্ত পার হওয়া।
একটি পাতা খোলা,
এখন শুধু একটু খানি চাওয়া,
কাজ থেকে ছুটি, জীবন থেকে দূরে
শুধু নিজের মত বাঁচা
সত্যি কারে ছুটি নেব
পাখি হয়ে উড়ে যাবো
ফিরবো না এ ধরায়।
যতই বাজুক বাঁশী
ফুটুক পলাশ বনে
ফিরবো না কোন টানে।
ভেবো না যাবো দূর পরবাসে।  ।
পাখি হয়ে উড়ে যাবো
যেথায় খুশি সেথায় যাবো
ফিরবো না কোন টানে।