তোমার জন্য অপেক্ষা করবো অনন্তকাল,
এমন তো কথা ছিল না।
অপেক্ষা করতে করতে ক্লান্ত হবো
এমন যুক্তি ছিল না, সময়ের কাছে নিয়তি জমা
হিসাব রাখা ছিল না।
তোমাকে ভালোবেসে বাঁধতে হবে?
এমন কথা ছিল না।
রাঁধতে হবে, গাইতে হবে, সাজতে হবে
তোমার জন্য,এমন তো কথা ছিল না।
তোমার আর আমার মাঝে দৈত্ব দ্বৈরথ
থাকার কথা ছিল না।
আমার কাছে ভালোবাসা মানে ছিল
মুক্ত বিহঙ্গ, বলতে পারা খোলা চিঠি।
তোমার কাছে নয়?
তোমার কাছে ভালোবাসা ঘোমটা পরা বধূ
তাই তো তোমার স্বপ্ন দেখা,
মধ্যরাতে দরজা খুলবে ভালোবাসার নারী
হরেক রকম রান্না করে খাওয়াবে নিজহাতে,
ধন্যহবে ভালোবেসে, এমন লক্ষী নারী।
আমার কাছে ভালোবাসা যোগ বিয়োগে না,
ভালোবাসা মানে হলো তুমি, আমি না,
আমরা দু'জনা, ভালোবাসা মানে হলো স্বপ্ন সারথী।
,