দুঃখ নেবে দুঃখ,হরেক রকম দুঃখ।
আমি দুঃখের ফেরিওয়ালা, দুঃখ বেঁচে যাই।
রং বেরঙের কষ্ট আছে, আছে বেদনা।
নেবে ভাই, নেবে গো মা ,বোনেরা
নানা রঙের দুঃখ।
ফেরিওয়ালার মনে বেজায় কষ্ট
দুঃখ বেঁচা হলো না।
সবাই আজ জানালা , দরজা বন্ধ করেছে।
সাথে দুঃখ ঢুকে যায়।
ফেরিওয়ালা নতুন করে পথ বাতালো,
কাল থেকে সে, সুখ বেঁচে খাবে।
খুব সকালে, সুখ সাজিয়ে হাঁক ডাকলো
সুখ কিনবে সুখ?
ওমা , ছেলে , বুড়ো ,মা, বোনেরা সবাই হাজির,
সুখ কিনবে বলে।
ফেরিওয়ালা বুঝতে পারলো , সুখের দারুন কদর।
সুখগুলো সব বেঁচে দিয়ে দুঃখ নিয়ে ঘরে এলো।
ভাবলো সবাই বুঝি সুখী হলো,
ভোর বেলাত ভুল ভাঙলো।
সবাই সুখ চায় নাকো।
ফেরিওয়ালা মুচকি হেসে বলে উঠলো
বুঝলে জীবন তুমি সুখের নয়কো।