একধার পাহাড় আর পাহাড়
অপরদিকে বিস্তীর্ণ সমুদ্র সৈকত
মাঝখানে বসে আছি একা আমি ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর।
পাহাড়ের নাম দিয়েছি লাবণ্য, সাগর  কে কেতকী
রবি বাবু রাগ করবেন না কি, জানি না।
এশুধু আমার কাছে, আমার হৃদয়
কেউ তা জানে না।
ভীষণ ভালো লাগায় কবিতার বই মেলা
কিন্তু ভয় আর কৌতূহল দু'টো পেয়ে গেলাম
দাদা  একি অসামান্য রসিকতা
"জীবনে দুই আমি করিয়াছি ত্যাগ
এক নারী, অপরটি টাকা"
নির্মলেন্দু গুণের কবিতা ।
অসম্ভব ভালোলাগার মধ্যে ছেদ পড়লো।
কবিতার বইখানা র ইল পড়ে
তাকালাম আকাশ পানে,
নারী যদি না থাকতো।
তবে তুমি কোথা থেকে এলে,
নারী স্রষ্টা, নারী শক্তি, নারী জগৎ মাতা,
নারী ছাড়া প্রকৃতি স্থির, অসাড় জীবন ধারা
তবে দাদা, ত‍্যাগ কেমন করে হয়?
আর বেঁচে থাকার জন্য টাকা
বিলাসীতা নয়কো, জীবনের জন্যে প্রয়োজন।
তবে এ দুটি ছাড়া বেঁচে থাকা, কল্পিত স্বপ্নলোক
বেঁচে থাক তবে মোর চরিত্র দোষ।