জীবন মানে বই এর পাতা
প্রশ্ন করে হবে না লাভ,
প্রতি পাতার অংশ তুমি
শিখবে প্রতি পাতায়।
যদি ভাবো ভূল হবে না
ভাবনাটাই ভূল।
সারা জীবন দৌড়ে যাবে,
পথের পরে পথ
একটু খানি  ভূল করেছো কি ?
মাশুল তোমায় দিতে হবে।
জয়ী হলে মজা হবে
নতুনভাবে শুরু হবে।
হেরে গেলে লাভ কি হবে
আবার চেষ্টা করতে হবে।
দৌড়ে যখন ক্লান্ত শ্রান্ত
ভাবছ একটুখানি জিরিয়ে নেই,
দায়িত্ব তোমায় বলে দেবে
আরও পথ চলতে হবে।
বেলাশেষে হিসাব কষে
দেখবে তুমি অনেক বাকি​
পুরো বই এর পাতা থেকে
একটি মাত্র অধ্যায় শেষ।
দেনাপাওনা সব মিলিয়ে
নিজের খাতা ফাঁকি।