আমরা চাই বা না চাই যুদ্ধ আসবে, আসতেই হবে।
মহাকালের দাবি নিয়ে আসবে।
কাল অপেক্ষা করে আছে সে সন্ধিক্ষণের,
যে সংগ্ৰাম প্রতিবাদে উত্তাল, সে জ্বলে পুড়ে উঠবেই।
আমরা চাই বা না চাই, নিঃশেষিত হবেই।
মহাকাশে গমণ , সমুদ্রের তলা চিরে আহরিত বৈভব
নিয়ে আসবে নিমিষেই, কে  ঠেকাবে?
ইতিহাস কাওকে ক্ষমা করে না, সাধ্য নেই ক্ষমা করার
এখন শুধু সময়ের অপেক্ষা।